Wellcome to National Portal
বাংলাদেশ পাটকল করপোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০২৪

জনাব ফারুক আহম্মেদ

জনাব ফারুক আহম্মেদ  ১৯৬৭  সালে ঢাকা  জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ১৯৮২ সালে ঢাকা শিক্ষা বোর্ড হতে এসএসসি এবং একই শিক্ষা বোর্ড হতে ১৯৮৪ এইচএসসি পাশ করেন। ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং এ ৮ম স্থানসহ স্নাতক এবং ১৯৮৮ সালে ৫ম স্থানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে বিসিএস ১৩তম ব্যাচে (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। চাকরী জীবনে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, (সাথিয়া, ঘোড়াঘাট, নেত্রকোনা) অতিরিক্ত জেলা প্রশাসক, ডেপুটি ডাইরেক্টর (রপ্তানী উন্নয়ন ব্যুরো), ডাইরেক্টর (বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ), ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে, প্রকল্প পরিচালক হিসাবে কাজ করেছেন। বিজেএমসিতে যোগদানের পূর্বে তিনি সরকারের অতিরিক্ত সচিব হিসাবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত ছিলেন। জনাব ফারুক আহম্মেদ চাকরী ক্ষেত্রে সাভার বিপিএটিসি, মিলিটারী একাডেমী চিটাগাং, পাবলিক ফাইন্যান্স ডিভিশন, কেবিনেট ডিভিশনসহ দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ এবং পেশাগত কাজে ভারত, জাপান, চীন, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, আমেরিকা সফর করেন। ব্যক্তিগত জীবনে জনাব ফারুক আহম্মেদ ও তাঁর সহধর্মিনী শাহিনা আখতার এক কন্যা ও এক পুত্রের গর্বিত জনক জননী। তিনি ১৪/০১/২০২৪ তারিখ বিজেএমসি’র চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।