বিজেএমসি একটি প্রতিষ্ঠান হিসাবে সামাজিক দায়িত্ব পালনেও সচেতন। বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় ও ক্রীড়াবিদ অন্বেষণ করে থাকে। বিজেএমসির বিভিন্ন মিলসমূহে বিদ্যালয়, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, হাসপাতাল, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, মসজিদ ও খেলার মাঠ রয়েছে। কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়। এজন্য বিজেএমসি প্রচুর অর্থ ব্যয় করে থাকে। এখানে কল্যাণমূলক প্রতিষ্ঠানসমূহের সংখ্যা উল্লেখ করা হলঃ
ক্রমিক নং |
বর্ণনা |
সংখ্যা |
---|---|---|
০১ |
প্রাথমিক বিদ্যালয় |
০৩ |
০২ |
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় |
০৩ |
০৩ |
মাধ্যমিক বিদ্যালয় |
১০ |
০৪ |
মাদ্রাসা |
০৩ |
০৫ |
গোরস্থান |
১৫ |
০৬ |
ঈদগাহ |
০১ |
০৭ |
ক্যান্টিন |
২৫ |
০৮ |
হাসপাতাল |
০৪ |
০৯ |
প্রাথমিক চিকিৎসাকেন্দ্র |
২০ |
১০ |
মসজিদ |
২৭ |
১১ |
খেলার মাঠ |
২৭ |